Amazon

রবিবার, ২৮ জুন, ২০১৫

কিছু নতুন নতুন তথ্য, সব ই দার্জিলিং জেলায়

দুটি পাহাড়ী জনপদ রামধুরা ও মাকাই বাড়ি। কী তাদের রূপ না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। পাহাড়ের গায়ে সারি সারি চা বাগান। এই চায়ের দাম 5000 টাকা প্রতি কিলো থেকে শুরু হতে পারে। রাশি রাশি পেজ তুলোর মত ছড়িয়ে ছিটিয়ে থাক মেঘ ও সঙ্গে মন ভোলানো নীল আকাশ। অপূর্ব সুন্দর সূর্য উদয় পাহাড়ের কোলে দেখতে চান ? চলে যান মাকাই বাড়ি। ঠিক নীচেই চা গাছের সারি। আপনি ঘুরতে পারেন বাগানে, দেখতে পারেন চা পাতা তোলা সঙ্গে চা তৈরির কারখানায় দেখতে পারেন কী কী ভাবে চা তৈরি হচ্ছে। 

সূর্যাস্ত দেখবেন? সঙ্গে দেখবেন রঙিন কাঞ্চনজঙ্ঘ্যা? চলে যান রামধুরা। একটি বা দুটি দিন কিভাবে কেটে যাবে ভাবতেই পারবেন না। সঙ্গে উপরি পাওনা তিস্তা নদী , এঁকে বেঁকে বয়ে চলেছে।
মাকাই বাড়ি থাকার জন্য একটি উপায়। ওদের সংস্থা সঙ্গে যোগাযোগ করা। যোগাযোগ করুন নয়ন লামা +91 983 244 7774 ইমেইল: volunteerinmakaibari@gmail.com । নেপালী পরিবার দের সঙ্গেই থাকতে হবে।
রামধুরা থাকতে গেলেও আপনি ভূটিয়া বা নেপালী পরিবার এর সঙ্গেই থাকবেন।
অনেক গুলি পরিবার ই থাকতে দেয়। তবে আমার পছন্দ Bhutia Home Stay ফোন: +919474148686
কিছু ছবি দিলাম।





















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন